আমাদের রাবার বাগানে ৯০ হাজারের অধিক রাবার গাছ রয়েছে। প্রায় ১৫ হাজার গাছ থেকে বর্তমানে ল্যাটেক্স বা তরল রাবার সংগ্রহ করা হচ্ছে বাকীগুলো ২০১৭ সালের মধ্যে ল্যাটেক্স সংগ্রহের জন্য উপযোগী হবে। গাছগুলো থেকে ল্যাটেক্স সতর্কতার সাথে সংগ্রহ করা হয় যাতে গাছগুলো দীর্ঘদিন পর্যন্ত ল্যাটেক্স উৎপাদনে সক্ষম থাকে।