নিরিবিলি গ্রুপের ওয়েব সাইটে আপনাদের স্বাগত জানাই। আমাদের কাজের বিস্তৃতি হলো বৃহত্তর কৃষি (Agriculture & Aquaculture) । বৃহত্তর কৃষি আছে মাছ চাষ, চিংড়ি চাষ, মনোসেক্স তেলাপিয়া হ্যাচারী, বাগদা চিংড়ি হ্যাচারী, ব্রয়লার বিড্রার ফার্ম, ব্রয়লার বাচ্চা উৎপাদন, ফিস ফিড, শ্রিম্প ফিড, পোল্ট্রি ফিড উৎপাদন এবং রাবার প্লান্টেশন। আমাদের উৎপাদনের প্রতিটি স্তরে রয়েছে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার যা পরিবেশের সাথে অত্যন্ত মানানসই। আমাদের কাজের মূল চালিকা শক্তি হলো আমাদের দক্ষ মানবসম্পদ যারা তাদের প্রজ্ঞার মাধ্যমে গ্রাহকগণের সন্তুষ্টি লাভে সমর্থ।
আমাদের হ্যাচারী সমূহের মাঝে আছে পোল্ট্রি হ্যাচারী যা একদিন বয়সের ব্রয়লার মুরগীর বাচ্চা উৎপাদন করে, বাগদা চিংড়ি হ্যাচারী এবং মনোসেক্স তেলাপিয়া হ্যাচারী। চাষীরা হলেন আমাদের কৃষি শিল্পের প্রাণ। পণ্যের গুনগত মান বজায় রাখতে আমরা সদা সচেষ্ট।
আমাদের মৎস্য খাদ্য এমনভাবে তৈরী যাতে চাষীগণ সরবনিম্ন খরচে ভালফলন পেতে পারে এবং তা যেন পরিবেশের সাথে মানানসই হয়। আমাদের বাণিজ্যিক মৎস্য খাদ্য ব্যবহারের ফলে চাষীদের মাছের বৃদ্ধি নিশ্চিত হয় যা তাদের ব্যবসার সাফল্য নিশ্চিত করে।
প্রায় ১৫ হাজার গাছ থেকে বর্তমানে ল্যাটেক্স বা তরল রাবার সংগ্রহ করা হচ্ছে বাকীগুলো ২০১৭ সালের মধ্যে ল্যাটেক্স সংগ্রহের জন্য উপযোগী হবে। গাছগুলো থেকে ল্যাটেক্স সতর্কতার সাথে সংগ্রহ করা হয় যাতে গাছগুলো দীর্ঘদিন পর্যন্ত ল্যাটেক্স উৎপাদনে সক্ষম।